chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

দক্ষিণ আফ্রিকার শীর্ষ আইনজীবীর মৃত্যু

ডেস্ক নিউজঃ ম্যান্ডেলার আইনজীবী ও বর্ণবাদ বিরোধী আন্দোলনের আইকন এবং দক্ষিণ আফ্রিকার শীর্ষ মানবাধিকার বিষয়ক আইনজীবী জর্জ বিজোস মারা গেছেন। মৃত্যুকালে তার বয়ষ ছিল মাত্র ৯২ বছর।

নিজ বাড়িতে জর্জ বিজোসের স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে জানিয়েছে তার পরিবার।

তিনি নেলসন ম্যান্ডেলার হয়ে আইনি লড়াইয়ের জন্য বিশ্বব্যাপী পরিচিত।  গার্ডিয়ানে প্রকাশিত খবর অনুযায়ী, তিনিই আইনি লড়াইয়ের মাধ্যমে সম্ভাব্য মৃত্যুদণ্ড থেকে ম্যান্ডেলাকে রক্ষা করেছেন। দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী শাসনের সময় খ্যাতনামা রাজনৈতিক কর্মীদের হয়ে লড়াই করেছেন জর্জ বিজোস। তিনি দক্ষিণ আফ্রিকার নতুন সংবিধানের অন্যতম স্থপতিও।

বুধবার এক মিডিয়া কনফারেন্সে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা জর্জ বিজোসের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেছেন, আমি মাত্রই তার মৃত্যুর সংবাদ পেয়েছি। আমাদের দেশের জন্য এটা অনেক বড় দুঃখজনক সংবাদ। দক্ষিণ আফ্রিকার গণতন্ত্রে জর্জ বিজোসর অবদান অপরিসীম।

নিলা চাকমা

এই বিভাগের আরও খবর