chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

হাটহাজারীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে সরকারি জমি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নের বিশ্ববিদ্যালয় সড়কের পাশে সরকারি ১নং খাস খতিয়ানের ৮০ শতক জমি উদ্ধার করা হয়েছে।

বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করে এসব জায়গা উদ্ধার করা হয়।

অবৈধভাবে ৩৪ বছর ধরে দখল করে রাখা এসব জায়গার মূল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা। হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রুহুল আমীন এবং সহকারী কমিশনার (ভূমি) শরীফ উল্লাহর নেতৃত্বে পরিচালিত উচ্ছেদ অভিযানে এসব জায়গা উদ্ধার করা হয়। অবৈধ দখলদাররা হলেন ফতেহপুর ইউনিয়নের মো. চুরুত মিয়া ও পশ্চিম পট্টি এলাকার মনিরুজ্জামান।

হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রুহুল আমীন বলেন, দীর্ঘ ৩৪ বছর ধরে সরকারি খাস খতিয়ানের টিলা শ্রেণীর ৮০ শতক জায়গা দখল করে আছে। আজ উচ্ছেদ অভিযান পরিচালনা করে জায়গাগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জায়গার বর্তমান বাজারমূল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা।

এসএএস/

এই বিভাগের আরও খবর