chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সীতাকুণ্ড থানায় ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপন ও উদ্ধার মহড়া অনুষ্ঠিত

চট্টগ্রাম ডেস্ক : আগুন লাগলে জরুরী অবস্থায় কোথায় কিভাবে আগুন নিয়ন্ত্রণ করবে এ বিষয়ক অগ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়েছে সীতাকুণ্ড মডেল থানা প্রাঙ্গনে।

আজ বুধবার(৯ সেপ্টেম্বর) সকালে সীতাকুণ্ডে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন এর উদ্যোগে এ অগ্নি নির্বাপন ও উদ্ধার মহড়া অনুষ্ঠিত হয়।

এতে গ্যাস সিলিন্ডারসহ ছোটখাটো আগুন লাগলে কিভাবে তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণ করা যায় এবং মানুষকে উদ্ধার করা যায় এ বিষয়ক মহড়া প্রদর্শন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (সীতাকুণ্ড সার্কেল) শম্পা রাণী শাহা, সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ হোসেন মোল্লা, ওসি (তদন্ত) সুমন বনিক, সীতাকুণ্ড ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার, তাশারফ হোসেন, লিডার আবুল হোসেন, ফায়ারম্যান মো. আনিতুল ইসলাম, হুমায়ুন কবির, মো. রায়হান, মো. রবিন হোসেনসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

চখ/রাজীব

এই বিভাগের আরও খবর