chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে করোনায় আক্রান্ত আর ৫৪ জন

নিজস্ব প্রতিবেদক : গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে আরও ৫৪ জনের মধ্যে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনা রোগীর সংখ্যা বেড়ে ১৭ হাজার ৬৪৪ জন হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি  জানান, চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ৯৭১ জনের নমুনা পরীক্ষা করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৫৪ জন; এর মধ্যে ৩৬ জন নগরের ও ১৮ জন উপজেলার বাসিন্দা।

চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত ১৭ হাজার ৬৪৪ জনের মধ্যে ১২ হাজার ৫৯২ জন মহানগরের ও ৫ হাজার ৫২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামের করোনায় কারও মৃত্যু হয়নি। এ নিয়ে গত তিনদিনে করোনায় কেউ মারা যাননি। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ২৭৬ জন; এর মধ্যে ১৯১ জন মহানগরের ও ৮৫ জন উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন জানান, মঙ্গলবার চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৩০২ জনের নমুনা পরীক্ষা করে মহানগরের ১৪ ও উপজেলার ৪ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

ফৌজদারহাটের বিআইটিআইডিতে ২৪৯ জনের নমুনা পরীক্ষায় মহানগরের ৬ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৪৫ জনের নমুনা পরীক্ষা করে মহানগরের ৫ ও উপজেলার ৪ জনের করোনা রোগ শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম ভেটেরিনারী বিশ্ববিদ্যালয় ল্যাবে ১০৬ জনের নমুনা পরীক্ষায় মহানগরের ৪ জনের করোনা পাওয়া গেছে।

এদিকে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৪৬ জনের নমুনা পরীক্ষা করে ৯ জনের করোনা মিলেছে।

অন্যদিকে বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৬৮ জনের নমুনা পরীক্ষা করে মহানগরের ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। বেসরকারি শেভরণ ক্লিনিক্যাল ল্যাবে ৫৫ জনের নমুনা পরীক্ষায়মহা নগরের ১ ও উপজেলার ১ জনের করোনা মিলেছে।

এসএএস/

 

 

এই বিভাগের আরও খবর