chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

রাঙ্গুনিয়ায় শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : রাঙ্গুনিয়ার শীর্ষ মাদক ব্যবসায়ী জামাল উদ্দিনকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৭০ লিটার চোলাই মদ জব্দ করা হয়।

সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার শিলক ইউনিয়নের কালিন্দিরানী সড়কের আমতল এলাকা থেকে মাদক বিক্রিকালে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার জামাল উপজেলার সরফভাটা ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ড পশ্চিম সরফভাটা গ্রামের চৌধুরী বাপের বাড়ি এলাকার মৃত শাহ আলমের ছেলে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সে দীর্ঘদিন ধরে দক্ষিণ রাঙ্গুনিয়ায় মাদক ব্যবসাসহ নানা সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসলেও পুলিশের ধারাছোঁয়ার বাইরে ছিল। অবশেষে গ্রেপ্তার হওয়ায় স্বস্তী প্রকাশ করেছেন স্থানীয় জনসাধারণ।

রাঙ্গুনিয়া থানার ওসি মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “গোপন সংবাদে অভিযান চালিয়ে তাকে ধরা হয়। তার বিরুদ্ধে এলাকায় মাদক ব্যবসায়সহ একাধিক অভিযোগ রয়েছে। রাঙ্গুনিয়াকে মাদক মুক্ত করতে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।”

এসএএস/

এই বিভাগের আরও খবর