chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ইপিজেডে আগুনে পুড়ল ৪ দোকান ২ বসতঘর

চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর ইপিজেড থানা এলাকায় বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ৪টি দোকান ও ২টি বসতঘর পুড়ে ৬ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে তথ্য দিয়েছে ফায়ার সার্ভিস।

আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত তিনটার দিকে ২ নম্বর মাইলের মাথা নতুন মসজিদ এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ইপিজেড ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার আবদুল মান্নান জানান, ভোররাতে আগুন লাগার খবর পেয়ে ইপিজেড ফায়ার স্টেশন থেকে ২টি গাড়ি ঘটনাস্থলে পৌছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি জানিয়ে তিনি বলেন, আগুনে মসজিদ এলাকার ৪টি দোকান এবং সবুর কলোনির ২টি বাসা সম্পূর্ণ ভস্মিভুত হয়। এতে ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।

তবে ফায়ার সার্ভিস কর্মীদের আন্তরিক প্রচেষ্টায় ঘটনাস্থল থেকে ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে বলে তিনি জানিয়েছেন।

চখ/রাজীব

এই বিভাগের আরও খবর
Loading...