chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

করোনামুক্ত সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ

ডেস্ক নিউজঃ ১১ দিন চিকিৎসা শেষে করোনা জয় করলেন পপ তারকা ফেরদৌস ওয়াহিদ। নগরীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ)  চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন তিনি। এ তথ্য জানিয়েছেন ফেরদৌস ওয়াহিদের ব্যক্তিগত সহকারী মোশাররফ আজমি।

গত ১ সেপ্টেম্বর হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন ফেরদৌস ওয়াহিদ। করোনামুক্ত হলেও শতভাগ সুস্থ নন শিল্পী। তবে আগের চেয়ে তার শারীরিক অবস্থা অনেকটা ভালো বলে জানিয়েছেন মোশাররফ আজমি।

গত ২০ আগস্ট জ্বর ও শারীরিক দুর্বলতা নিয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয় ফেরদৌস ওয়াহিদকে। জ্বরের কারণে খাওয়া-দাওয়ার রুচি কমে যায়, ফলে শারীরিকভাবে অনেকটা দুর্বল হয়ে পড়েন তিনি। চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে দ্বিতীয় দফায় করোনা পরীক্ষা করানো হলে রেজাল্ট পজিটিভ আসে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে পাঁচদিন আইসিইউতে রাখা হয়েছিল।

উল্লেখ্য, ৬৭ বছর বয়েসি এ সংগীতশিল্পী কয়েক বছর ধরে হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে ভুগছেন।

ন চ/ চখ

এই বিভাগের আরও খবর
Loading...