chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

অ্যাপল ওয়াচ এবং আইপ্যাড উন্মোচন হতে পারে আজ

প্রযুক্তি ডেস্ক: আজ নতুন আইপ্যাড এবং অ্যাপল ওয়াচ উন্মোচন করতে যাচ্ছে অ্যাপল। ম্যাক রিউমারের এক প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

বেশ কয়েকজন লিকস্টারও দাবি করেন, মঙ্গলবারই আইপ্যাড এয়ার ৪ এবং অ্যাপল ওয়াচ ৬ উন্মোচন করবে অ্যাপল। অনেক অ্যাপলভক্ত আশায় ছিলেন, এই ইভেন্টে নতুন আইফোন উন্মোচন করবে অ্যাপল। দুর্ভাগ্যক্রমে এর সম্ভাবনা কম বলে জানান লিকস্টাররা।

অ্যাপল অবশ্য আগেই এক বিবৃতিতে জানিয়েছে, বিগত বছরগুলোর তুলনায় এ বছর নতুন আইফোন বাজারে আসতে কিছুটা দেরি হতে পারে।

খ্যাতনামা লিকস্টার জন প্রসারের দাবি, অক্টোবরে ১২ তারিখে নতুন আইফোন ১২ উন্মোচন করবে অ্যাপল। এজন্য আর মাত্র কয়েক সপ্তাহ অপেক্ষা করতে হবে।

কিছুদিন আগে ব্লুমবার্গ এক প্রতিবেদনে দাবি করে, নতুন আইফোনের পাশাপাশি আইপ্যাড এবং অ্যাপল ওয়াচসহ আরো কিছু পণ্য উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে অ্যাপল। এসব পণ্য খুব শিগগিরই উন্মোচন করা হতে পারে।

এমআই/

Loading...