chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

এমবাপেও করোনা আক্রান্ত

খেলা ডেস্ক: প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ফ্রান্সের তরুণ ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে। তবে পিএসজিতে থাকা অবস্থায় নয়, জাতীয় দলে যোগ দিয়েই করোনা আক্রান্ত হয়েছেন তিনি। তার করোনা পজিটিভ হওয়ার খবরটি নিশ্চিত করেছে ফ্রান্স ফুটবল ফেডারেশন।

উয়েফা চ্যাম্পিয়নস লিগের রানার্সআপ হওয়ার পর আন্তর্জাতিক সূচি থাকায় জাতীয় দলের সঙ্গে যোগ দেন এমবাপে। তখন করা করোনা পরীক্ষায় তার ফলাফল ছিল নেগেটিভ। যে কারণে খেলতে পেরেছেন উয়েফা নেশনস লিগে সুইডেনের বিপক্ষে ম্যাচে, প্রস্তুতি নিচ্ছিলেন ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামার।

কিন্তু তার আগেই এলো দুঃসংবাদ। যার ফলে উয়েফা নেশনস লিগে ক্রোয়েশিয়ার ম্যাচ তো নয়ই, আগামী বৃহস্পতিবার ফ্রেঞ্চ লিগ ওয়ানে পিএসজির প্রথম ম্যাচটিও মিস করবেন এমবাপে। দুই সপ্তাহের আইসোলেশন মেনে দুইবার করোনা নেগেটিভ এলে চলতি মাসের শেষ দিকে মাঠে ফিরতে পারবেন তিনি।

এমবাপেসহ পিএসজির মোট আট জন খেলোয়াড় করোনাভাইরাসে আক্রান্ত হলেন। এদের মধ্যে আছেন নেইমার, অ্যাঞ্জেল ডি মারিয়া ও লেয়ান্দ্রো পারেদেস।

এমআই/

এই বিভাগের আরও খবর
Loading...