chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে করোনায় আরও ৭৪ জন শনাক্ত

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগরে ও জেলায় আরও ৭৪ জনের মধ্যে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।এ নিয়ে করোনা রোগীর সংখ্যা বেড়ে ১৭ হাজার ৫৯০ জন হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে এক হাজার ১০১ জনের নমুনা পরীক্ষা করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৭৪ জন; এর মধ্যে ৫০ জন মহানগরের ও ২৪ জন উপজেলার বাসিন্দা।
চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত ১৭ হাজার ৫৯০ জনের মধ্যে ১২ হাজার ৫৫৬ জন মহানগরের ও ৫ হাজার ৩৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামের করোনায় কারও মৃত্যু হয়নি। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ২৭৬ জন; এর মধ্যে ১৯১ জন নগরের ও ৮৫ জন উপজেলার বাসিন্দা।
সিভিল সার্জন জানান, গতকাল সোমবার ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৩৭৯ জনের নমুনা পরীক্ষায় মহানগরের ৬ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৭২ জনের নমুনা পরীক্ষা করে মহানগরের ৬ ও উপজেলার ৯ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ২৩৩ জনের নমুনা পরীক্ষা করে মহানগরের ১৬ ও উপজেলার ৪ জনের করোনা মিলেছে।
চট্টগ্রাম ভেটেরিনারী বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৭৭ জনের নমুনা পরীক্ষায় মহানগরের ২ ও উপজেলার ৪ জনের করোনা পাওয়া গেছে।
এদিকে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ২০ জনের নমুনা পরীক্ষা করে দুইজনের করোনা মিলেছে। ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৭৮ জনের নমুনা পরীক্ষা করে মহানগরের ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

শেভরণে ৪২ জনের নমুনা পরীক্ষায় মহানগরের ৪ ও উপজেলার ৫ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।
এসএএস/

এই বিভাগের আরও খবর
Loading...