chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

২৫ নং রামপুরা ওয়ার্ডে হালিশহর থানা ছাত্রলীগের বৃক্ষের চারা বিতরণ

নিজস্ব প্রতিবেদক : মুজিববর্ষ উদযাপনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১ কোটি বৃক্ষরোপণ ঘোষণা বাস্তবায়নে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি মহোদয়ের পক্ষে হালিশহর থানার আওতাধীন বিভিন্ন ওয়ার্ডে বৃক্ষের চারা বিতরণের অংশ হিসেবে আজ ২৫ নং রামপুরা ওয়ার্ডে চারা বিতরণ করেছেন হালিশহর থানা ছাত্রলীগের নেতারা।

সোমবার  বিকালে (৭ সেপ্টেম্বর ) ফলজ, বনজ ও ওষধি গাছের চারা বিতরণের কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম ছামদানী জনি।

গোলাম ছামদানী জনি বলেন, মাননীয় শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি মহোদয়ের পক্ষে হালিশহর থানা ছাত্রলীগের উদ্যোগে বনজ,ফলজ ও ওষুধি গাছের চারা বিতরণের কর্মসূচি হাতে নিয়েছি আমরা। আমরা সপ্তাহ ব্যাপী এই কর্মসূচি পালন করব। বৃক্ষ আমাদের অকৃত্রিম বন্ধু। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে এক কোটি গাছ লাগানোর পদক্ষেপ অত্যন্ত সময়োপযোগী। করোনাভাইরাসে আক্রান্তদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে অক্সিজেন, যার মূল উৎস হচ্ছে বৃক্ষ।মানুষের অস্তিত্ব রক্ষা ও সুস্থ থাকার জন্য বৃক্ষায়নের বিকল্প নাই।

হালিশহর থানা ছাত্রলীগ নেতা মোঃ সাকিবের সভাপতিত্বে এবং নওশাদ আলীর পরিচালনায় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের উপ-গণ যোগাযোগ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিজান,সদস্য ইফতেখার হাসান সানি,একে আরিফ,রিগান মাহমুদ,সাব্বির আহমেদ শামীম,মোঃ ইসমাইল,ইব্রাহিম গাজী হৃদয়,রিয়াদ মোক্তাদির প্রমুখ।

এই বিভাগের আরও খবর