chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে পুকুরে ডুবে শিশু’র মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে হাটহাজারীতে পুকুরে ডুবে মারা গেছে ৯ বছর বয়সী এক শিশু। নিহত শিশুটির নাম মো. ইয়ামিন। সে উপজেলার ছিপাতলী ইউনিয়নের বোয়ালিয়া মুখ লোদি তালুকদার বাড়ির প্রবাসী হোসেনের ছেলে বলে জানা গেছে।

আজ সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পাশের একটি পুকুরে অন্যান্য শিশুদের সাথে গোসল করতে নেমে ডুবে যায় ইয়ামিন। সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা যায়, ইয়ামিনের নানা বাড়ি একই উপজেলার মেখল ইউনিয়নের মোজাফফরপুর গ্রামের জসিম তালুকদার বাড়ি। সেখানে অন্যান্য শিশুদের সাথে গোসল করতে নামে। কিছুক্ষণ পর পুকুর থেকে সকল শিশুরা উঠে আসলেও ইয়ামিনকে না দেখে তারা বাড়িতে বড়দের খবর দেন।

খবর পেয়ে অনেক খোঁজাখুজির পর পুকুরে নেমে ইয়ামিনকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় ইয়ামিনের নানাবাড়ির লোকজন। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইয়ামিনকে মৃত ঘোষণা করেন।

চখ/রাজীব

এই বিভাগের আরও খবর
Loading...