chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ভ্যাপসা গরম থাকবে আরও কয়েক দিন

ডেস্ক নিউজ : কয়েকদিন ধরে চলা ভ্যাপসা গরম আরও কয়েক দিন থাকবে। এ সময় উত্তরাঞ্চল থেকে দক্ষিণাঞ্চলে বৃষ্টির প্রবণতাও বাড়তে থাকবে, ফলে তাপমাত্রা কমে আসবে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রবিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে যশোরে ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এসময় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

কোথাও তাপপ্রবাহ বয়ে না গেলেও বাতাসে আর্দ্রতা তুলনামূলক বেশি থাকায় রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় অস্বস্তিকর গরম অনুভূত হচ্ছে।

পাশাপাশি মাঝারি থেকে ভারি বর্ষণও শুরু হয়েছে কোথাও কোথাও। রবিবার বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তিন ঘণ্টায় ৫০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। গত ২৪ ঘণ্টায় ১০৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে ডিমলায়।

সিনিয়র আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান বলেন, আগামী দুয়েকদিনের মধ্যে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির প্রবণতা বাড়বে। এতে তাপমাত্রা কমবে এবং গরমের অনুভূতিও কমে আসবে। গত কয়েকদিন বৃষ্টি কম ছিল, পাশাপাশি তাপমাত্রাও ছিল বেশ- তাই ভ্যাপসা গরমও অনুভূত হয়েছে।

এসএএস/এএমএস

এই বিভাগের আরও খবর