chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে আরও ৭১ জন করোনা রোগী শনাক্ত, মৃত্যু ১

নিজস্ব প্রতিবেদক  : চট্টগ্রাম মহানগরে ও জেলায় নতুন করে আরও ৭১ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ১৭ হাজার ৫১৬ জন হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানান।

তিনি জানান, চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় এক হাজার ৩ জনের নমুনা পরীক্ষা করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৭১ জন। এর মধ্যে ৪৬ জন মহানগরের ও ২৫ জন উপজেলার বাসিন্দা।

এ নিয়ে চট্টগ্রামে ১৭ হাজার ৫১৬ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ১২ হাজার ৫১৬ জন মহানগরের ও ৫ হাজার ১০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামের উপজেলা পর্যায়ে করোনায় একজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ২৭৬ জন। এর মধ্যে ১৯১ জন মহানগরের ও ৮৫ জন উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন জানান, রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৫৭ জনের নমুনা পরীক্ষা করে মহানগরের ১০ ও উপজেলার ১৩ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৩৪১ জনের নমুনা পরীক্ষায় মহানগরের ৩ ও উপজেলার ৬ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ২৫৯ জনের নমুনা পরীক্ষা করে মহানগরের ১৩ ও উপজেলার ৫ জনের করোনা মিলেছে।

চট্টগ্রাম ভেটেরিনারী বিশ্ববিদ্যালয় ল্যাবে ১০৪ জনের নমুনা পরীক্ষায় মহানগরের ৪ জনের করোনা পাওয়া গেছে।

এদিকে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৯ জনের নমুনা পরীক্ষা করে সাতকানিয়ার একজনের করোনা মিলেছে।

অন্যদিকে বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৮৫ জনের নমুনা পরীক্ষা করে মহানগরের ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শেভরণ ক্লিনিক্যাল ল্যাবে ৪৮ জনের নমুনা পরীক্ষায় মহানগরের ৮ জনের করোনা মিলেছে।

এসএএস/

 

 

এই বিভাগের আরও খবর