chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কক্সবাজারে র‌্যাবের পৃথক অভিযানে দেড় কোটি টাকার ইয়াবাসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার এবং উখিয়ায় র‌্যাবের পৃথক অভিযানে ৩০ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃত ইয়াবার মূল্য দেড় কোটি টাকা বলে জানিয়েছে র‌্যাব

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টায় কক্সবাজার সরকারী কলেজের সামনে চেকপোস্টে তল্লাশি করে সাতকানিয়া থানার বারদোনা হানিফ সিকদার পাড়া এলাকার শফিউল আলমের ছেলে মুহাম্মদ নুরুন্নবী জিহান (২১) কে ২০ হাজার ইয়াবাসহ আটক করা হয়।

অপরদিকে একইদিন বিকেল সাড়ে তিন টায় উখিয়া ডিগ্রি কলেজের সামনে থেকে টেকনাফের শাহ পরিরদ্বীপ মিস্ত্রীপাড়ার মৃত নুর হোসেনের ছেলে মাহানুর (২২) কে ১০ হাজার ইয়াবাসহ আটক করা হয়।

আটকের সত্যতা নিশ্চিত করে র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, আটককৃতদের উদ্ধারকৃত ইয়াবাসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এসএএস/

এই বিভাগের আরও খবর
Loading...