chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মালিতে সামরিক অভিযান, নিহত ২

ডেস্ক নিউজঃ মালিতে শনিবার (৫ সেপ্টেম্বর) জঙ্গিদের বিরুদ্ধে সামরিক অভিযান চালানো হয়েছে। এ অভিযানে দুই ফরাসি সেনা নিহত হয়েছেন। 

জানাগেছে, দেশটির উত্তরপূর্বাঞ্চল কিদালের তেসালিতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। রাস্তার পাশে পেতে রাখা আইইডি বোমার বিস্ফোরণে তাদের সাঁজোয়া যান বিধ্বস্ত হলে এই হতাহতের ঘটনা ঘটে। ফরাসি রাষ্ট্রপতির কার্যালয় তাদের আরও এক সেনা আহত হওয়ার খবর দিয়েছে। সেনারা ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চলের তারবেসে প্যারাট্রুপ রেজিমেন্টের সদস্য ছিলেন।

ইসলামি জঙ্গি গোষ্ঠী আল কায়েদা ও ইসলামিক স্টেট সংশ্লিষ্ট গেরিলাদের বিরুদ্ধে অভিযানে পশ্চিম আফ্রিকার দেশটিতে ৫ হাজার ফরাসি সেনা নিয়োজিত আছে।

নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপণ করেছেন প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। নিহত সেনাদের ‘সাহস ও আত্মত্যাগের’ প্রশংসা করেছেন তিনি। একই সঙ্গে বেসামরিক সরকারের কাছে ক্ষমতা ফিরিয়ে দিতে মালির সামরিক বাহিনীর প্রতি আহ্বান জানান ফরাসি প্রেসিডেন্ট।

উল্লেখ্য, গত ১৮ আগস্ট এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে প্রেসিডেন্ট ইব্রাহিম বুবাকার কেইতাকে ক্ষমতাচ্যুত করে দেশটির সেনাবাহিনী। রয়টার্স জানিয়েছে, শনিবার কেইতা চিকিৎসা করাতে সংযুক্ত আরব আমিরাতে গেছেন। ২০১২ সাল থেকে মালির অধিকাংশ অঞ্চল সরকারের নিয়ন্ত্রণের বাইরে। সেখানে জঙ্গিদের আধিপত্য, গত ৮ বছরে তাদের হাতে প্রাণ হারিয়েছে হাজার হাজার লোক। ২০১৩ সাল থেকে তাদের নির্মূলে মালিতে ফ্রান্স সেনা মোতায়েন করেছে। ফরাসি সামরিক সূত্রে এ পর্যন্ত তাদের ৪৫ সেনা নিহত হয়েছেন। ২০১৯ সালের নভেম্বরে অভিযানের সময় দুটি হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষে ১৩ ফরাসি সেনার মৃত্যু হয়।

এই বিভাগের আরও খবর