chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বাংলাদেশের যেকোন সংকটময় মুহুর্তে পাশে ছিলেন প্রণব মুখার্জি: ইঞ্জিনিয়ার মোশাররফ

নিজস্ব প্রতিবেদক : ‘২০০৮ সালে বাংলাদেশের সাবেক সেনাপ্রধান মইন ইউ আহমেদকে শেখ হাসিনা, খালেদা জিয়াসহ রাজনৈতিক বন্দীদের মুক্তি দিতে অনুরোধ করেছিলেন প্রণব মুখার্জি। বাংলাদেশের যেকোন সংকটময় মুহুর্তে সবসময় তিনি পাশে দাড়িয়েছিলেন।’

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে ‘মহামহিম প্রণব মুখার্জির মৃত্যুতে’ চট্টগ্রাম প্রেস ক্লাব আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি এসব কথা বলেন।

ইঞ্জিনিয়ার মোশারররফ হোসেন বলেন, প্রণব মুখার্জি  ‘৭১-এ পশ্চিমবঙ্গ রাজ্যসভার সদস্য থাকাকালীন কংগ্রেস নেতা প্রণব মুখার্জি মুক্তিকামী বাহিনির পাশে ছিলেন। ভারতের রাষ্ট্রপতি হয়েও তিনি আমাদের অকৃত্রিম বন্ধু ছিলেন।

৭৫ এর ১৫ আগস্টে জাতির পিতাকে স্বপরিবারে হত্যার পর শেখ হাসিনা ও শেখ রেহেনাকে আশ্রয় দিয়েছিললেন। বাংলাদেশ আওয়ামীলীগের নেতৃত্বে সরকার গঠনের পর বিভিন্ন সংকটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  প্রণব মুখার্জির সহযোগিতা সবসময় পেয়েছেন। যে কোনো সংকটে তিনি সাহস দিয়েছেন। বাংলাদেশের এই অকৃত্রিম বন্ধুকে আমরা আজীবন স্মরণ করবো।

চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাসের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় শোকসভায় আরও বক্তব্য দেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এম নাছিরুল হক, মোস্তাক আহমেদ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি সালাহউদ্দিন মো. রেজা, সহ-সভাপতি মনজুর কাদের মনজু, সাবেক সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, গ্রন্থাগার সম্পাদক রাশেদ মাহমুদ, অর্থ সম্পাদক দেব দুলাল ভৌমিক প্রমুখ।

এমএইচকে/চখ/এএমএস

এই বিভাগের আরও খবর