chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে প্রতি ইউএনও’র নিরাপত্তায় ৪ জন আনসার সদস্য

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের ১৫ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নিরাপত্তায় সশস্ত্র আনসার মোতায়েন করা হয়েছে।

গতকাল শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে একজন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নিরাপত্তায় ৪ জন করে আনসার সদস্য মোতায়েন করা হয়। এরমধ্যে ২ জন সশস্ত্র এবং ২ জন নিরস্ত্র।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামাল হোসেন জানান, চট্টগ্রাম জেলার ১৫ জন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নিরাপত্তায় ৬০ জন আনসার দেওয়া হয়েছে। প্রতি ইউএনও’র নিরাপত্তায় ৪ জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।

এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে দেওয়া এক চিঠিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) সার্বক্ষণিক শারীরিক ও বাসভবনের নিরাপত্তা প্রদানের লক্ষ্যে প্রয়োজনীয় সংখ্যক আনসার সদস্য মোতায়েনের নির্দেশনা দেওয়া হয়।

এই নির্দেশনার পর বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চট্টগ্রাম জেলা কম্যান্ডেন্ট এর কার্যালয় থেকে চট্টগ্রাম জেলার ১৫ জন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নিরাপত্তায় ৬০ জন আনসার মোতায়েনের কথা জানানো হয়।

এসএএস/

এই বিভাগের আরও খবর