chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সাকিবের করোনা ‘নেগেটিভ’

খেলা ডেস্ক: এখন অনুশীলনে নামতে আর কোনো বাধা নেই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। কারণ তার করোনা পরীক্ষার ফল ‘নেগেটিভ’ এসেছে।

সাকিব করোনা পরীক্ষায় পাস করেই বাংলাদেশে পা রেখেছিলেন। তবে বিকেএসপিতে অনুশীলন করবেন বলে নিয়ম অনুযায়ী আরেকবার করোনা পরীক্ষা করিয়েছেন তিনি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী আগেই জানিয়েছিলেন, সাকিবের করোনা টেস্ট বাধ্যতামূলক নয়। যেহেতু তিনি যুক্তরাষ্ট্র থেকে কাতার এয়ারওয়েজে ঢাকা এসেছেন, তাই তাকে করোনা টেস্ট দিয়েই বিমানে উঠতে হয়েছে।

সেক্ষেত্রে শুধু আইসোলেশনে থাকলেই যথেষ্ট ছিল। কিন্তু ঝামেলা আরেক জায়গায়। আগামী ৫ সেপ্টেম্বর থেকে বিকেএসপিতে একান্তে নিবিড় অনুশীলন করবেন সাকিব। আর করোনা টেস্টে ‘নেগেটিভ’ রিপোর্ট নিয়ে তবেই বিকেএসপিতে প্রবেশের অনুমতি পাবেন তিনি।

সেই রিপোর্টটি হাতে পেলেন সাকিব। বৃহস্পতিবার বনানীতে নিজের বাসা থেকেই বিকেল সাড়ে ৪টার পর করোনা টেস্টের জন্য নমুনা দিয়েছিলেন। আজ (শুক্রবার) বিকেল পাঁচটার দিকে রিপোর্ট ‘নেগেটিভ’ এসেছে।

রিপোর্টে যেহেতু খারাপ কিছু আসেনি, তাই অনুশীলনে যোগ দিতে আর কোনো ঝামেলা নেই সাকিবের। ৫ সেপ্টেম্বর শনিবার বিকেএসপি যাবেন তিনি। সেখানে ৪ থেকে ৫ সপ্তাহ নিবিড় অনুশীলন করবেন।

আগামী ২৯ অক্টোবর আইসিসির এক বছরের নিষেধাজ্ঞা থেকে মুক্ত হচ্ছেন সাকিব।

এমআই/

এই বিভাগের আরও খবর
Loading...