chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

উখিয়ায় ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের উখিয়ায় ইয়াবাসহ দুই রোহিঙ্গা তরুণকে গ্রেপ্তার করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উখিয়া থানাধীন তাজনিমারখোলা ক্যাম্প এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছে দুইশ পিস ইয়াবা পাওয়া যায়।

আটক দুই রোহিঙ্গা হলেনঃ উখিয়ার ১৯ নম্বর ক্যাম্পের ব্লক-সি ১০’র মৃত সাব্বির আহাম্মদের ছেলে মো. তৈয়ব (২২) ও একই এলাকার তিন নম্বর ক্যাম্পের ব্লক-ডি ৫’র হোসেন জোহরের ছেলে মো. ইলিয়াস (১৯)।

কক্সবাজার ১৬ এপিবিএন’র কমান্ডিং অফিসার মো. হেমায়েতুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের দেহ তল্লাশি করে দুইশ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এই বিভাগের আরও খবর
Loading...