chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ইউএনও’র ওপর হামলা: দুই যুবলীগ নেতাসহ আটক ৪

ডেস্ক নিউজ : দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও)বাড়িতে প্রবেশের পর হামলা চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়হিদা খানম ও তার বাবাকে গুরুতর আহত করার ঘটনায় পুলিশ ও র‍্যাব ৪ জনকে আটক করেছে।

ইউএনও ওয়াহিদা খানমের ভাই শেখ ফরিদ বাদী হয়ে রাতে ঘোড়াঘাট থানায় একটি মামলা করেছেন; মামলা নং ০২।

হাকিমপুর থানার ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়হিদা খানমের ওপর হামলার অভিযোগে অন্যতম আসামি আসাদুল ইসলামকে আজ শুক্রবার ভোর সাড়ে ৪টায় হিলির কালিগঞ্জ এলাকা থেকে আটক করা হয়েছে। আসাদুল ইসলাম ঘোড়াঘাট উপজেলার সাগরপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

ঘোড়াঘাট থানার ওসি আমিরুল ইসলাম জানান, অপর অভিযানে রাতে র্যাব সদস্যরা জাহাঙ্গীর নামের এক যুবককে আটক করেন। জাহাঙ্গীর ঘোড়াঘাট উপজেলা যুবলীগের আহবায়ক ও রানিগঞ্জের আবুল কালামের ছেলে। এছাড়াও শিংড়া যুবলীগ সভাপতি মাসুদ ও নৈশ প্রহরী নাহিদ হোসেন পলাশকে আটক করা হয়েছে।
এসএএস/

এই বিভাগের আরও খবর
Loading...