chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

একটি অ্যাপার্টমেন্টে পাঁচ শিশুর মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক: শিশুমৃত্যু মানুষের মনকে সবসময় নাড়া দিয়ে যায়। জার্মানির সোলেনজেন শহরের একটি অ্যাপার্টমেন্ট থেকে একইসাথে পাঁচ শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার জরুরি সেবায় ফোন পাওয়ার পর পুলিশ আবাসিক এলাকায় গিয়ে মরদেহ উদ্ধার করে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

জার্মানির স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ডুসেলডর্ফে এই শিশুদের ২৭ বছর বয়সী মা ট্রেনের নিচে পড়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। তাকে পুলিশি প্রহরায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে শিশুদের মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।

জার্মান সংবাদমাধ্যম বিল্ড’র খবরে বলা হয়েছে, পাঁচ শিশুর তিনজন মেয়ে ও দুজন ছেলে। তাদের বয়স এক থেকে আট বছরের মধ্যে। ১১ মাস বয়সী আরেক শিশু জীবিত রয়েছে।

এতে আরও বলা হয়েছে, অ্যাপার্টমেন্ট থেকে ৬০ কিলোমিটার দূরের একটি শহর বসবাসরত শিশুদের দাদি জরুরি সেবায় ফোন করেন।

স্থানীয় পুলিশের এক মুখপাত্র বলেছেন, মোটিভ সম্পর্কে আমরা এখনও কিছু বলতে পারছি না। মাকে অবশ্যই জিজ্ঞাসাবাদ করা হবে।

সোলিনজেনের ওই অ্যাপার্টমেন্ট ভবনটির প্রবেশপথ পুলিশ বন্ধ করে দিয়েছে। ঘটনাস্থলের ছবিতে দেখা গেছে, পুলিশের গাড়ি ও অ্যাম্বুলেন্স সারিবদ্ধ অবস্থায় রয়েছে।

এমআই/

এই বিভাগের আরও খবর
Loading...