chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে নতুন করে ৬৩ জন করোনা রোগী শনাক্ত

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগরে ও উপজেলায় একদিনে আরও ৬৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। যার মধ্যে মহানগরের ৫৪ জন এবং উপজেলার ৯ জন রয়েছে।

এ নিয়ে চট্টগ্রামে ১৭ হাজার ৩৬২ জনের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ১২ হাজার ৩৯২ জন মহানগরের ও ৪ হাজার ৯৭০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

তবে এদিন চট্টগ্রামে করোনায় কারও মৃত্যু হয়নি। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ২৭৩ জন। এর মধ্যে ১৮৯ জন মহানগরের ও ৮৪ জন উপজেলার বাসিন্দা।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, গত ২৪ ঘন্টায় ৬৫৫ জনের নমুনা পরীক্ষা করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৬৩ জন।

তিনি বলেন, ফৌজদারহাটের বিআইটিআইডিতে ২৪৭ জনের নমুনা পরীক্ষায় মহানগরের ৭ ও উপজেলার ২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১০৭ জনের নমুনা পরীক্ষা করে মহানগরের ৮ জনের ও উপজেলার ৫ জনের করোনার জীবাণু পাওয়া গেছে।

এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৮২ জনের নমুনা পরীক্ষা করে মহানগরের ২১ ও উপজেলার ১ জনের করোনা মিলেছে।

এদিকে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১১ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের মধ্যে করোনার জীবাণু শনাক্ত হয়েছে।

অন্যদিকে বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতালে ৫৬ জনের নমুনা পরীক্ষা করে মহানগরের ১১ জনের মধ্যে করোনা পাওয়া গেছে।

শেভরণ ক্লিনিক্যাল ল্যাবে ৫২ জনের নমুনা পরীক্ষায় মহানগরের ৭ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

এসএএস/এমআই

এই বিভাগের আরও খবর