chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

৬ টিকেটসহ কালোবাজারি আটক

চট্টগ্রাম নগরীর রেলওয়ে থানার নতুন স্টেশন থেকে টিকেটসহ এক কালোবাজারিকে আটক করেছে পুলিশ। আজ বৃহষ্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে তাকে আটক করা হয়।এসময় ওই কালোবাজারির কাছ থেকে ৬টি টিকেট জব্দ করা হয়।

আটক ওই কালোবাজারির নাম- মজনু মিয়া (২৮)। সে ময়মনসিংহের গৌরীপুর থানার টানগাটি পাড়ার কন্ট্রোল বাড়ির মৃত মুনতাজ আলীর ছেলে বলে জানা গেছে।

রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সোহরাব হোসেন চট্টলার খবরকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে টিকেট কালোবাজারি মজনু মিয়াকে আটক করা হয়।

এসময় তার কাছে চাঁদপুরগামী মেঘনা ট্রেনের ৬টি টিকেট জব্দ করা হয়। তার বিরুদ্ধে রেলওয়ে থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।

কামরুল/চখ

এই বিভাগের আরও খবর
Loading...