chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বাকলিয়াতে সরকারি খাস জমি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : নগরের বাকলিয়াতে সরকারী খাসজমি উদ্ধারে অভিযান চালিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। বৃহষ্পতিবার (৩ আগস্ট) সকাল থেকে বিকাল পর্যন্ত এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট ও সদর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) সুজন চন্দ্র রায় ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলমগীর।

বাকলিয়াতে সরকারি খাস জমি উদ্ধার

সহকারী কমিশনার (ভূমি) সুজন চন্দ্র রায় চট্টলার খবরকে জানান,

দীর্ঘদিন ধরে শাহ আমানত সেতু সংযোগ সড়কের পাশে রাহাত্তারপুলে সরকারি খাস জমি বেদখলে ছিলো। জায়গাটি বাকলিয়া ভূমি অফিসের নিজস্ব কার্যালয় নির্মাণের জন্য বরাদ্দ দেয়া হলেও দখলে না থাকায় কাজ শুরু করা যাচ্ছিলো না। আজ উচ্ছেদ অভিযান পরিচারনা করে ৬ একর জায়গা মুক্ত করে এলজিইডি কর্তৃপক্ষকে বুঝিয়ে দেয়া হয়েছে।

কামরুল/চখ

এই বিভাগের আরও খবর
Loading...