chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আজ রমা চৌধুরীর ২য় মৃত্যুবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক : আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) একাত্তরের জননী ও বিশিষ্ট লেখিকা রমা চৌধুরীর ২য় মৃত্যুবার্ষিকী ।

২০১৮ সালের ৩ সেপ্টেম্বর চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।

করোনাকালীন সময়ে এবার বিশেষ কোনও আয়োজন না থাকলেও অনলাইনে হবে স্মৃতিচারণ। রাত ৮টায় রমা চৌধুরী স্মৃতি সংসদ ও তারুণ্যের উচ্ছ্বাস এর যৌথ আয়োজনে এ অনুষ্ঠানে যোগ দেবেন তাঁর সাহচর্যে আসা শুভাকাঙ্ক্ষীরা। এছাড়া বোয়ালখালীর পোপাদিয়া গ্রামে তাঁর সমাধিতে শ্রদ্ধা জানাবেন সুহৃদরা।

রমা চৌধুরী ১৯৪১ সালের ১৪ অক্টোবর পোপাদিয়া ইউনিয়নে জন্মগ্রহণ করেন। ১৯৬১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর করার পর শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু হয় তাঁর। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় চার সন্তানের মা রমা চৌধুরী পাকিস্তানি বাহিনীর নির্যাতনের শিকার হন। তাঁর বাড়িঘরও পুড়িয়ে দেওয়া হয়।

দেশ স্বাধীন হওয়ার পর বেঁচে থাকার সংগ্রামে রমা চৌধুরী বেছে নেন লেখালেখি পেশাকে।  লিখেছেন ‘একাত্তরের জননী’, ‘এক হাজার এক দিনযাপনের পদ্য’ এবং ‘ভাব বৈচিত্র্যে রবীন্দ্রনাথ’সহ ১৮টি বই। এসব বই বিক্রি করে চলতো তাঁর সংসার।

এসএএস/