chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

এ বছর সবচেয়ে বেশি বিক্রিত ১০ স্মার্টফোন

ডেস্ক নিউজঃ একদিকে করোনা, তবুও থেমে নেই প্রযুক্তির বাজার। তবে একটু মন্দার মধ্যে দিয়ে গেলেও অমিডিয়ার এক জরিপে ওঠে এসেছে চলতি বছরের সবচেয়ে বিক্রিত ১০ স্মার্টফোনের তালিকা।  

চলতি বছরের জুন মাস পর্যন্ত করা এই জরিপে সবচেয়ে বেশি বিক্রিত ১০টি স্মার্টফোনের তালিকা প্রকাশ করা হয়।

অমিডিয়ার জরিপ অনুযায়ী-

প্রথম স্থান

সবচেয়ে বেশি বিক্রি হওয়া স্মার্টফোনগুলোর প্রথম স্থানে মধ্যে রয়েছে অ্যাপলের আইফোন ১১। জুন মাস পর্যন্ত স্মার্টফোনটি বিক্রি হয়েছে ৩ কোটি ৭৭ লাখ পিস।

দ্বিতীয় স্থান

স্যামসাং ইলেক্ট্রনিক্সের গ্যালাক্সি এ১৫ মডেলের স্মার্টফোন। জুন মাস পর্যন্ত স্মার্টফোনটি বিক্রি হয়েছে ১ কোটি ১৪ লাখ পিস।

তৃতীয় স্থান

শাওমির রেডমি নোট ৮। জুন মাস পর্যন্ত স্মার্টফোনটি বিক্রি হয়েছে ১ কোটি ১০ লাখ পিস।

চতুর্থ স্থান

শাওমির আরেকটি স্মার্টফোন রেডমি নোট ৮ প্রো।

পঞ্চম স্থান

স্মার্টফোন আইফোন এসই। চলতি বছরের জুন মাস পর্যন্ত স্মার্টফোনটি বিক্রি হয়েছে ৮৭ লাখ পিস।

ষষ্ঠ স্থান

জনপ্রিয়তার শীর্ষে থাকা অ্যাপলের আইফোন ১০আর।

সপ্তম স্থান

এ তালিকায় রয়েছে অ্যাপলের আইফোন ১১ প্রো ম্যাক্স।

অষ্টম নবম ও দশম স্থান

শাওমির রেডমি ৮এ, শাওমির রেডমি ৮ এবং আইফোনের ১১ প্রো।

এই বিভাগের আরও খবর