chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

রবিউলও ফিরলেন না

নিজস্ব প্রতিবেদকঃ নগরীর পতেঙ্গা এলাকায় ইনকনট্রেড কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় অবশেষে রবিউলও না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। এ নিয়ে এই ঘটনায় এখন পর্যন্ত ৪ জনের মৃত্যু হল। এর আগে বুধবার (২ সেপ্টেম্বর) রাতে রবিউলের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা ঢাকায় পাঠান। ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়। 

এ ঘটনায় রবিউলের গ্রামের বাড়ী ফেনী জেলার বক্সগঞ্জ গ্রামে চলছে শোকের মাতম।

উল্লেখ্য, গতকাল নগরীর পতেঙ্গা থানাধীন বিজয় নগরের ইনকন্ট্রেড কনটেইনার ডিপোতে  গাড়ির তেলের কন্টেইনার ওয়েল্ডিং করার সময় ট্যাংক বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটে।

দূর্ঘটনার সময়  রবিউল আলম পাশেই কাজ করছিলেন। বিস্ফারণে তার শরীরের ৭০ শতাংশ পুড়ে যায়। পরে তাকে চট্টগ্রাম মেডিকেলের জরুরী বিভাগে ভর্তি করা হয়।

এ ঘটনায় নিহত বাকি তিনজন হলেন- নেওয়াজ, মুক্তার ও আরমান।

 

কামরুল/চখ

এই বিভাগের আরও খবর
Loading...