chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সপরিবারে করোনামুক্ত ‘দ্য রক’

ডেস্ক নিউজঃ সপরিবারে করোনামুক্ত হল হলিউড অভিনেতা ও সাবেক রেসলার ডোয়াইন জনসন( ‘দ্য রক’)।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে তথ্যটি জানিয়েছেন এই অভিনেতা।

এই তারকা জানান, তিনি ও তার পরিবার করোনাভাইরাস মুক্ত হয়েছেন। বর্তমানে তাদের কোনো উপসর্গ নেই। এই অভিনেতা বলেন, ‘আমরা সৌভাগ্যবান কারণ সবাই কোভিড-১৯ জয় করে সুস্থ-সবল হতে পারে না। আমার কিছু কাছের বন্ধু এই ভাইরাসে তাদের মা-বাবা, প্রিয়জনকে হারিয়েছে।’

তিনি আরও বলেন, তিন সপ্তাহ আগে তাদের কোভিড-১৯ টেস্টের ফল পজিটিভ আসে। তবে বর্তমানে সুস্থ আছেন। তিনি বলেন, ‘আমি বলতে পারি পরিবার হিসেবে এটি আমাদের সবচেয়ে চ্যালেঞ্জিং ও কঠিন সময় ছিল। করোনা টেস্টে পজিটিভ হওয়া শরীরের কোথাও ভেঙে যাওয়া বা ইনজুরি হওয়া থেকেও ভিন্ন একটি অভিজ্ঞতা।’

 

এই বিভাগের আরও খবর
Loading...