chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আইফোন ১২ আসবে ৪টি মডেলে

প্রযুক্তি ডেস্ক: বিশ্বের সবচেয়ে জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল। এবারের অ্যাপলের ইভেন্টে আইফোন ১২ এর পাশাপাশি আরো কিছু নতুন ডিভাইস উন্মোচন হতে পারে।

এক প্রতিবেদনে ব্লুমবার্গ দাবি করেছে, চার মডেলের নতুন আইফোনের পাশাপাশি দুই মডেলের অ্যাপল ওয়াচ এবং একটি আইপ্যাড এয়ার, হোম পড ও এয়ার ফোন বাজারে আনতে যাচ্ছে অ্যাপল। পরিচয় প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, এসব ডিভাইস আগামী মাসেই উন্মোচন করবে অ্যাপল।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের মধ্যেই অ্যাপল ৭৫-৮০ মিলিয়ন ইউনিট নতুন আইফোন তৈরির প্রস্তুতি নিচ্ছে।

নতুন ৪ মডেলের আইফোনের মধ্যে ২টি মডেল বেসিক এবং ২টি মডেল হাই-এন্ড ক্যাটাগরির হবে। এবারই প্রথমবারের মতো সবগুলো ফোনে থাকবে ওএলইডি ডিসপ্ল, ৫জি প্রযুক্তি এবং নতুন এ১৪ চিপসেট।

বেসিক আইফোন দুটির একটি ৫.৪ ইঞ্চি স্ক্রিন এবং অন্যটি ৬.১ ইঞ্চি স্ক্রিনের হতে পারে। অপরটিকে প্রো ডিভাইস দুটির একটি ৬.১ ইঞ্চির এবং অন্যটি ৬.৭ ইঞ্চি স্ক্রিনের হতে পারে, যা আইফোনের সর্বকালের সবচেয়ে বড় ফোন হতে যাচ্ছে।

ব্লুমবার্গ দাবি করেছে, ৪ মডেলের আইফোন একইসঙ্গে বাজারে আসবে না। অ্যাপল বেসিক আইফোনগুলো আগে বাজারে ছাড়তে পারে।

তবে বরাবরের মতো অ্যাপল তাদের পরিকল্পনা জানানোর ব্যাপারে নীরব রয়েছে। এমনকি উন্মোচনের তারিখও এখনো ঘোষণা করেনি।

এমআই/

এই বিভাগের আরও খবর