chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামসহ সারাদেশে প্রণব মুখার্জির জন্য শোক পালন

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের অকৃত্রিম বন্ধু, উপমহাদেশের কিংবদন্তি রাজনীতিক, ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ।

বুধবার (২ সেপ্টেম্বর) সরকারি নির্দেশনা মেনে চট্টগ্রামের সব সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

এর আগে মঙ্গলবার সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ রাষ্ট্রীয় শোক পালন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

এতে বলা হয়, বুধবার বাংলাদেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন ও বিদেশস্থ বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

এছাড়াও, প্রণব মুখার্জির জন্য বুধবার সংশ্লিষ্ট ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।

এদিকে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক বই খুলেছে ভারতীয় সহকারী হাইকমিশন, চট্টগ্রাম।

বুধবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১টা ও দুপুর ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এবং বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) একই সময়ে নগরের খুলশী এলাকায় অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনে এই শোক বই উন্মুক্ত থাকবে।

সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যা সোয়া ৬টার দিকে ভারতের সাবেক রাষ্ট্রপতি, উপমহাদেশের কিংবদন্তি রাজনীতিক প্রণব মুখার্জি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

প্রণব মুখার্জির মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসএএস/

এই বিভাগের আরও খবর