chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

এক পর্দায় সাইফ –অর্জুন

ডেস্ক নিউজঃ প্রথমবার অ্যাকশন, থ্রিলার, রোমান্টিক, কমেডির সিনেমায় এক পর্দায় দেখা যাবে সাইফ আলী খান ও অর্জুন কাপুরকে।

ছবিটির পরিচালক পবন কিরপালনী। তার পরিচালিত ছবিটি প্রযোজনা করবেন রমেশ তৌরানী ও অক্ষয় পুরী। এখানে একসঙ্গে অভিনয় করবেন সাইফ আলী খান ও অর্জুন কাপুর। তাদেরকে দুটি উপভোগ্য চরিত্রে দেখা যাবে বলে দাবি করেছেন ছবির ক্যাপ্টেন পবন।

ছবিটির ব্যাপারে বলতে গিয়ে পরিচালক পবন আরও জানান, ‘রমেশজি, অক্ষয় পুরি এবং আমি নিজেও হরর ঘরানার কমেডি সিনেমা নিয়ে চিন্তা করতাম। এ বিষয়টি আমাদের তিনজনেরই অনেক প্রিয়। অবশেষে পরিকল্পনা অনুযায়ী কাজটি শুরু করতে যাচ্ছি। প্রথমবারের মতো সাইফ এবং অর্জুনকে একসঙ্গে পেয়ে আমি সিনেমাটির ব্যাপারে আরও বেশি উচ্ছ্বসিত।

তাদের দুজনের অভিনয় সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। তাদের অভিনয়ের মূল বৈশিষ্ট্যগুলো খুব দারুণভাবে মিলে যাবে এ সিনেমায়। আশা করছি সামনের বছরে শুরুতেই শুটিংয়ের কাজে নামব আমরা।’

 

এই বিভাগের আরও খবর
Loading...