chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বন্ধ হল স্টার সিনেপ্লেক্স

ডেস্ক নিউজঃ ঢাকাবাসীর থেকে বিদায় নিচ্ছে বসুন্ধরা সিটি শপিংমলের স্টার সিনেপ্লেক্স। ভাড়া পরিশোধ করতে না পারায় বন্ধ করা হয়েছে এটি।

মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন স্টার সিনেপ্লেক্সের বিপণন ও জনসংযোগ কর্মকর্তা মেসবাহ উদ্দীন আহমেদ।

তিনি বলেন, ‘মার্কেট মালিকের পক্ষ থেকে ফ্লোর ছাড়ার নোটিশ পেয়েছি আমরা। মালিক যদি আমাদের আর ভাড়া না দেন, তাহলে তো আর কিছু করার থাকে না।’

ঢাকার বিভিন্ন স্থানে স্টার সিনেপ্লেক্সের আরও হল রয়েছে। সেগুলো আপাতত করোনা মহামারির কারণে বন্ধ রয়েছে। তবে মহামারি সঙ্কট কাটিয়ে উঠার পর স্টার সিনেপ্লেক্সের অন্য শাখাগুলো খোলা হবে।

উল্লেখ্য, ২০০৪ সালে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের ৮ তলায় ৬টি হল নিয়ে যাত্রা করে স্টার সিনেপ্লেক্স। সব কটি হল মিলিয়ে একসঙ্গে ১ হাজার ৬০০ দর্শক ছবি দেখার সুযোগ পেতেন।

এই বিভাগের আরও খবর