chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বান্দরবানে সন্ত্রাসীদের গুলিতে আওয়ামী লীগ কর্মী খুন

নিজস্ব প্রতিবেদক : বান্দরবান সদর উপজেলার বাঘমারা বাজার এলাকায় সন্ত্রাসীদের গুলিতে আওয়ামী লীগ কর্মী মং সিং উ নামে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে বাঘমারা বাজার সংলগ্ন চিং কিউ কার্বারী পাড়ায় এ ঘটনা ঘটে। বছর চারেক আগে পিসিজেএসএস ছেড়ে মং সিং উ বাংলাদেশ আওয়ামী লীগে যোগ দেন।

এদিকে এ ঘটনার পরপরই পাড়ার লোকজনের একটি অংশ ভয়ে পালিয়ে গেছে। অন্যরা ঘরের দরজা-জানালা বন্ধ করে দিয়েছে। বন্ধ হয়ে গেছে বাঘমারা বাজারও।
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস)-এর সন্তু গ্রুপের সমর্থকরা এ ঘটনা ঘটাতে পারে বলে ধারনা করছে স্থানীয় সূত্রগুলো। তবে এ বিষয়ে পুলিশ এখনও সুনির্দিষ্টভাবে কোনো তথ্য জানাতে পারেনি।

স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যা সোয়া ৭টার দিকে ৬/৭ জনের একটি সশস্ত্র গ্রুপ পাড়ায় এসে মং সিং উ (৪০) নামের ওই যুবককে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে আবার পাহাড়ি পথে পালিয়ে যায়। ঘটনার পর বাঘমারা বাজারসহ আশপাশের গ্রামীণ বাজারগুলো বন্ধ হয়ে যায়। এ ঘটনার পর বাঘমারা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

গত ৭ জুলাই ব্রাশ ফায়ারে পার্বত্য চট্টগ্রামের অপর আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর ৬ সিনিয়র নেতাকে হত্যার দুইমাস না পেরুতেই রাজনৈতিক খুনের এটি দ্বিতীয় ঘটনা। পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে আছে বলে জানিয়েছেন।
এসএএস/

এই বিভাগের আরও খবর