chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বঙ্গবন্ধুর ছবি ভেঙ্গে ৬ জামায়াত নেতা কারাগারে

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধুর ছবি ভাঙচুরের অভিযোগে দায়ের হওয়া মামলায় সাবেক সংসদ সদস্য (এমপি) আ ন ম শামসুল ইসলামসহ জামায়াতে ইসলামীর ছয় নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. ইসমাইল হোসেনের আদালতে অভিযুক্তরা আত্মসমর্পণ করেন। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। চট্টগ্রাম জেলা ও দায়েরা জজ আদালতের পিপি এ কে এম সিরাজুল ইসলাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

রাষ্ট্রপক্ষের কৌঁসুরী (পিপি) এ কে এম সিরাজুল ইসলাম চৌধুরী জানান, সীতাকু- থানাধীন কুমিরা এলাকায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের চট্টগ্রাম ক্যাম্পাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ভাঙচুরের অভিযোগে মামলা দায়ের করা হয়। এই মামলায় তারা হাইকোর্ট থেকে জামিনে ছিলেন। মঙ্গলবার দুপুরে ছয় নেতা আদালতে হাজির হয়ে জামিন চাইলে শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

জামায়াতের অন্য নেতারা হলেন- অধ্যাপক আহসান উল্লাহ চৌধুরী, ড. মাহবুব রহমান, ড. কাওসার, মো. শফিকুল আলম ও নিজাম উদ্দিন।

এই বিভাগের আরও খবর
Loading...