chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

প্রণব মুখার্জির মৃত্যুতে চসিক প্রশাসকের শোক

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের অকৃত্রিম বন্ধু, বরেণ্য রাজনীতিবিদ, ভারতের প্রাক্তণ রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন।

মঙ্গলবার এক শোক বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের একজন অকৃত্রিম বন্ধু হিসেবে তিনি পাশে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তাঁর মৃত্যু বাংলাদেশের স্বাধীনতাকামী প্রতিটি নাগরিকের হৃদয়ে গভীর ক্ষত সৃষ্টি করেছে। তিনি ছিলেন বাংলাদেশের একজন পরম সুহৃদ। ১৯৭৫’র নৃশংস হত্যাকান্ডের পর বঙ্গবন্ধুর বেঁচে যাওয়া দুই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানাকে ভারতে সকল প্রকার সহযোগিতা দিয়ে কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করে রেখেছিলেন সাবেক এ রাষ্ট্রপতি। দেশের যে কোন সংকটে তিনি বাঙালি জাতিকে সাহস ও প্রেরণা যোগাতেন। তাঁর মৃত্যুতে ভারত হারালো একজন দেশপ্রেমিক রাজনীতিবিদকে এবং উপমহাদেশ হারালো একজন বিজ্ঞ নেতাকে।

এসএএস/

এই বিভাগের আরও খবর
Loading...