chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সমালোচনা উড়িয়ে শুটিংয়ে ফিরলেন আলিয়া

ডেস্ক নিউজঃ সুশান্তের মৃত্যুর পর সমালোচনার শীর্ষে ছিলেন আলিয়া ভাট। কিন্ত এবার সব সমালোচনা উড়িয়ে শুটিংয়ে ফিরলেন তিনি।

ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে একটি বুমেরাং ভিডিও পোস্ট করেছেন এই অভিনেত্রী। সেখানে লিখেছেন, ‘আজকে কি দিন? শুটিংয়ের দিন।’ তবে কিসের শুটিং করছেন তা জানাননি তিনি।

বর্তমানে আলিয়ার ঝুলিতে একাধিক সিনেমার কাজ রয়েছে। সঞ্জয় লীলা বানসালির ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়ারি’ সিনেমায় অভিনয় করছেন তিনি। এছাড়া আয়ান মুখার্জি পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার শুটিং বাকি রয়েছে। পাশাপাশি এই অভিনেত্রী এস এস রাজামৌলি পরিচালিত ‘ট্রিপল আর’ সিনেমার শুটিং শুরু করবেন বলে শোনা যাচ্ছে।

এদিকে সম্প্রতি মুক্তি পেয়েছে আলিয়া অভিনীত ‘সড়ক টু’ সিনেমা। তবে দর্শক সমালোচকদের কাছ থেকে নেতিবাচক সাড়া পেয়েছে এটি। মুক্তির পর দিন ইন্টারনেট মুভি ডেটাবেজে (আইএমডিবি) এর রেটিং ছিল ১.১। শুধু তাই নয়, সিনেমাটির ট্রেইলার এখন পর্যন্ত বিশ্বের তৃতীয় সর্বোচ্চ ডিজলাইক পাওয়া ভিডিও। অন্যদিকে, ভারতে ইউটিউবে সবচেয়ে ডিজলাইক পাওয়া ভিডিও এটি।

‘সড়ক টু’ সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর পরিচালকের আসনে ফিরেছেন মহেশ ভাট। আলিয়া ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, আদিত্য রায় কাপুর, যীশু সেনগুপ্ত প্রমুখ।

এই বিভাগের আরও খবর
Loading...