chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

রেডিও-আইপি টিভিকেও নিবন্ধন করতে হবে

ডেস্ক নিউজ : দৈনিক পত্রিকা, টেলিভিশন এবং রেডিওর অনলাইন ভার্সনের পাশাপাশি আইপি টিভির জন্য নিবন্ধন বাধ্যতামূলক করে ‘জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা, ২০১৭’ (সংশোধিত, ২০২০) এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

আজ সোমবার (৩১ আগস্ট) সকালে মন্ত্রিপরিষদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে নিয়মিত বৈঠকে এই নীতিমালায় অনুমোদন দেয়া হয়। করোনা পরিস্থিতিতে অনলাইনে এই বৈঠকে গণভবন থেকে অংশ নেন প্রধানমন্ত্রী।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের বলেন, আগের নীতিমালায় অনলাইন গণমাধ্যমের নিবন্ধন, মানোন্নয়নসহ ১৪টি ইস্যুতে সংশোধনী আনা হয়েছে।

এছাড়াও বৈঠকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংশোধিক আইনের খসড়ার চুড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

অপরদিকে, মন্ত্রীসভায় বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকৌশল এবং প্রতিবছর ৫ আগস্ট শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী পালনের বিষয়েও অবহিত করা হয়।

এসএএস/

এই বিভাগের আরও খবর