chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে করোনায় আক্রান্ত রোগী ১৭ হাজার ছাড়িয়েছে

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৭২ জন। এর মধ্যে ৫৮ জন মহানগরের এবং ১৪ জন হাটহাজারী উপজেলার বাসিন্দা। এ নিয়ে চট্টগ্রামে ১৭ হাজার ৫২ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ১২ হাজার ১৪৭ জন মহানগরের ও ৪ হাজার ৯০৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় কারও মৃত্যু হয়নি। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ২৭১ জন। এর মধ্যে ১৮৯ জন মহানগরের ও ৮২ জন উপজেলার বাসিন্দা

আজ সোমবার (৩১ আগস্ট) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, গত ২৪ ঘন্টায় ৭০৫ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ৭২ জন করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছে।

সিভিল সার্জন জানান, রোববার ফৌজদারহাটের বিআইটিআইডিতে ২০৩ জনের নমুনা পরীক্ষায় মহানগরের ১১ ও উপজেলার ১ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৩০ জনের নমুনা পরীক্ষা করে মহানগরের ৯ জনের ও উপজেলার ৮ জনের করোনা মিলেছে।

এছাড়াও চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে মহানগরের ২১ ও উপজেলার ২ জনের করোনা মিলেছে।

চট্টগ্রাম ভেটেরিনারী বিশ্ববিদ্যালয়ে ৫৮ জনের নমুনার মধ্যে মহানগরের ৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিকে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৯ জনের নমুনা পরীক্ষা করে চট্টগ্রামের ২ জনের করোনা পাওয়া গেছে।

অন্যদিকে ইম্পেরিয়াল হাসপাতালে ১১৭ জনের নমুনা পরীক্ষা করে মহানগরের ১৪ ও উপজেলার ১ জনের করোনা মিলেছে।

এসএএস/

এই বিভাগের আরও খবর