chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মাছরাঙায় সিসিমপুর

ডেস্ক নিউজঃ আগামী ১ সেপ্টেম্বর  থেকে শিশুদের প্রিয় টেলিভিশন অনুষ্ঠান সিসিমপুর  প্রচারিত হবে বেসরকারি টেলিভিশন মাছরাঙায়। রবি থেকে বৃহস্পতিবার প্রতিদিন সন্ধ্যা ৬ টা থেকে ৭টা পর্যন্ত প্রচার হবে অনুষ্ঠানটি। এছাড়া প্রতি শুক্রবার সকাল ৯টায় প্রচারিত হবে অনুষ্ঠানটি।

এ প্রসঙ্গে সিসিমপুরের নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহ আলম বলেন, সিসিমপুর প্রাক-প্রাথমিক পর্যায়ের শিশুদের শিক্ষা ও বিকাশে একটি অনন্য উদ্যোগ। আমরা সব সময়ই চাই সিসিমপুরের এই প্রয়াস পৌঁছে যাক বাংলাদেশের সকল শিশুর কাছে। তারই অংশ হিসেবে এখন থেকে মাছরাঙা টেলিভিশনে দেখা যাবে সিসিমপুর।

উল্লেখ্য, সিসিমপুর বিশ্বখ্যাত আমেরিকান টেলিভিশন অনুষ্ঠান ‘সিসেমি স্ট্রিট’র বাংলাদেশী সংস্করণ। শিশুদের ভাষা, সাক্ষরতা, গণিত, সামাজিক, মানসিক ও মানবিক দক্ষতা বিকাশের জন্য সিসেমি স্ট্রিট কাজ করছে পৃথিবীব্যাপী দেড় শতাধিক দেশে। বাংলাদেশে সিসিমপুরের নির্মাতা প্রতিষ্ঠান সিসেমি ওয়ার্কশপ।

 

ডেইলি বাংলাদেশ

 

এই বিভাগের আরও খবর