chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

তামাক পাতা দিয়ে করোনার টিকা আবিষ্কার করছে থাই বিজ্ঞানী!

ডেস্ক নিউজ: তামাকের পাতা দিয়ে করোনাভাইরাসের ভ্যাকসিন (টিকা) উদ্ভাবনের পথে বড় ধাপ ফেলার দাবি করেছেন থাইল্যান্ডের চুলালংকর্ন ইউনিভার্সিটির নেতৃস্থানীয় সংক্রামক ব্যাধি চিকিৎসক।

স্থানীয়ভাবে তৈরি এই টিকা বানরের দেহে ব্যবহার করে সফল হওয়ার ঘোষণা দিয়েছেন তিনি, খবর ব্যাংকক পোস্টের।

থাই রেড ক্রস ইমার্জিং ইনফেকশাস ডিজিস হেলথ সার্ভিস সেন্টারের প্রধান ডা. থিরাভাত হেমাচুধার বলেছেন, তামাকের পাতার সঙ্গে ভাইরাসটির ডিএনএ সমন্বয় করা হয়। ডিএনএর সঙ্গে প্রতিক্রিয়ায় উদ্ভিদটি এক সপ্তাহ পর এক ধরনের প্রোটিন উৎপাদন করে।

পরে ওই প্রোটিনের নির্যাস থেকে তৈরি করা হয় ভ্যাকসিন। এখন পর্যন্ত এটি ইঁদুর ও বানরের দেহে পরীক্ষা করা হয়েছে। পরের ধাপে মানুষের দেহে ব্যবহার করা হবে।

ব্যাংকক পোস্ট থিরাভাতের উদ্ধৃতি দিয়ে বলেছেন, ‘বিশেষ ধরনের তামাক পাতার প্রোটিন থেকে এই ভ্যাকসিন তৈরি হয়, এটা খুব সহজ এবং উৎপাদনেও কম খরচ। শিল্প পর্যায়েও এটা উৎপাদন সস্তা। তাছাড়া এতে কোনও পেটেন্ট সংক্রান্ত সমস্যাও থাকবে না।’
এখন পর্যন্ত থাইল্যান্ডে সাড়ে তিন হাজারের মতো মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন অর্ধশতাধিক।
এসএএস/

এই বিভাগের আরও খবর