chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামেও দেড় হাজারে মিলবে বিদেশগামীদের করোনা পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক: যেসব প্রবাসী দেশে করোনা পরীক্ষা করাবেন তাদের জন্য ফি কমিয়েছে সরকার। আগে ছিল সাড়ে ৩ হাজার টাকা। বর্তমান ফি কমিয়ে করা হয়েছে দেড় হাজার। চট্টগ্রামের দেড় হাজার টাকায় মিলবে করোনা টেস্ট।

শনিবার (২৯ আগস্ট) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন. আগে সাড়ে ৩ হাজার টাকায় বিদেশগামীদের করোনা টেস্ট করা হতো শনিবার থেকে সেটা কমিয়ে দেড় হাজার টাকা করা হয়েছে।

অবশ্য এর আগে সোমবার (২৪ আগস্ট) এক অনুষ্ঠানে করোনা টেস্টের ফি কমানো হয়েছিল বলে জানিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মন্ত্রী সেই সময় বলেছিলেন, ‘২০০ টাকার টেস্ট ১০০ টাকা, ঘরে বসে টেস্ট ৫০০ থেকে ৩০০ টাকা করা হয়েছে। যারা টেস্ট করে বিদেশে যায় তাদের পরীক্ষা সাড়ে তিন হাজার থেকে কমিয়ে এক হাজার ৫০০ টাকা করে দেয়া হয়েছে।’

এসএএস/এমআই

এই বিভাগের আরও খবর