chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

করোনায় দৌলতপুর থানার ওসির মৃত্যু

ডেস্ক নিউজ : কুষ্টিয়ার দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার (২৬ আগস্ট) রাত ৯টা ৪৫ মিনিটে রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

গত কয়েকদিন তিনি লাইফ সাপোর্টে ছিলেন। আরিফুর কুষ্টিয়ার দৌলতপুর থানার ওসি হয়ে ২০১৯ সালের ৩১ আগস্ট যোগদান করেন। এর আগে তিনি রেলওয়ে থানা সান্তাহারের ওসি হিসেবে দায়িত্বে ছিলেন।

কুষ্টিয়ার দৌলতপুর, কুমারখালী ও মডেল থানায় উপ-পরিদর্শক (এসআই) হিসেবে তিনি এর আগে দায়িত্ব পালন করেছেন।

গত ১৪ আগস্ট তিনি করোনা আক্রান্ত হন। এরপর শ্বাসকষ্ট শুরু হলে ১৫ আগস্ট তাকে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়। কুষ্টিয়ায় অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মুস্তাফিজুর রহমান সত্যতা নিশ্চিত করেছেন।

সদা হাস্যোজ্বল ওসি আরিফুর রহমান কুষ্টিয়ার মানুষের কাছে অনেক আপনজন ছিলেন। তার অকাল মৃত্যুতে কুষ্টিয়া জেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ওসি আরিফুর রহমানের বাড়ি খুলনার রূপসা উপজেলার সামন্তসেনা গ্রামে। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক বছর বয়সী কন্যাসন্তান ছিল তার।

এসএএস/

এই বিভাগের আরও খবর