chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ধর্ম যার যার, উৎসব সবার: রেজাউল

নিজস্ব প্রতিবেদক: নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এম. রেজাউল করিম চৌধুরী বলেছেন, চট্টগ্রামের প্রতিটি মানুষ ‘ধর্ম যার যার, উৎসব সবার’- এ মন্ত্র অন্তরে ধারণ করেন। এখানে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই।

মঙ্গলবার (২৬ আগস্ট) আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইস্কন) চট্টগ্রাম আয়োজিত রাধাষ্টমীর উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রেজাউল করিম চৌধুরী বলেন, ধর্মের নামে জঙ্গিবাদী কর্মকাণ্ড ইসলাম কখনোই সমর্থন করে না। ইসলাম শান্তির ধর্ম, বিশ্ব মানবতার প্রতীক। দেশ সমৃদ্ধিশালী করার লক্ষ্যে ধর্ম-বর্ণ-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

মহোৎসবে আশীর্বাদক ছিলেন ইসকন জিবিসি ও দীক্ষা গুরু শ্রীল জয়পতাকা স্বামী গুরু মহারাজ, ইসকন জিবিসি ভারতের মায়াপুরের শ্রীল ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ, ইসকন বাংলাদেশের সহ-সভাপতি শ্রীল ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ, ইসকন জিবিসি প্রতিনিধি নাড়ু গোপাল দাস, ইসকন বাংলাদেশের যুগ্ম সম্পাদক জগৎগুরু গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী।

পুন্ডরীক ধামের অধ্যক্ষ ও চট্টগ্রাম ইস্কনের বিভাগীয় সম্পাদক চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুন্ডরীক বিদ্যানিধি স্মৃতি সংসদের সভাপতি প্রফুল্ল রঞ্জন সিংহ, হবিগঞ্জ ইসকন মন্দিরের অধ্যক্ষ উদার্য গৌর দাস ব্রহ্মচারী, সিলেট ইসকন মন্দিরের সাধারণ সম্পাদক ভাগবত করুণা দাস ব্রহ্মচারী, নন্দনকানন ইস্কন মন্দিরের অধ্যক্ষ পন্ডিত গদাধর দাস ব্রহ্মচারী প্রমুখ।

এই বিভাগের আরও খবর