chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ক্রসফায়ারের ভয় দেখিয়ে চাঁদাবাজি : সেই লিয়াকতসহ ৭ জনের নামে মামলা

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে ক্রসফায়ারের ভয় দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যার মূল আসামি বাহারছড়া পুলিশ ফাঁড়ির বরখাস্ত ইনচার্জ পুলিশ পরিদর্শক লিয়াকত আলী ও ৩ পুলিশ সদস্যসহ ৭ জনের বিরুদ্ধে মামলা করেছেন এক ব্যবসায়ী।

আজ বুধবার (২৬ আগস্ট) চট্টগ্রাম মহানগর হাকিম আবু সালেম মোহাম্মদ নোমানের আদালতে এ মামলা দায়ের করেন জসিমউদ্দিন নামে এক ব্যবসায়ী। আদালত মামলা আমালে নিয়ে নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনারকে তদন্তের নির্দেশ দিয়েছে।
লিয়াকত ছাড়া মামলার অন্য আসামিরা হলেন, সাতকানিয়া থানার এসআই নজরুল, দাউদকান্দি থানার এসআই হান্নান, জিয়াউর রহমান, বিসনুপদ পালিত, কাজল কান্তি বৈদ্য ও এস.এম সাহাবউদ্দিন।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৪ সালের ১৪ জুন ব্যবসায়ী জসিমকে একটি মামলায় জিজ্ঞাসাবাদের কথা বলে নগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে ডেকে নিয়ে আসেন এস আই লিয়াকত। পরে ক্রসফায়ারের ভয় দেখিয়ে ৫ লাখ টাকা দাবি করেন। ব্যবসায়ী আড়াই লাখ টাকা দেয়ার পর তাকে একটি চুরি মামলায় আদালতে চালান দেয়া হয়। প্রায় ২০ দিন জেলে থাকার পর জামিনে মুক্তি হন ওই ব্যবসায়ী।

এসএএস/

এই বিভাগের আরও খবর