chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

উকিল শাশুড়িকে বিয়ে করলেন জামাই!

ডেস্ক নিউজ : টাঙ্গাইলের সখীপুরে কয়েক দিন আগে ৮ লাখ টাকা কাবিনে বিয়েটি সম্পন্ন হয়। স্থানীয় ইউপি সদস্য মজিবুর রহমান ফকির বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, গত ২৯ জুন সোমবার বিয়ের দাবিতে উকিল মেয়ের জামাই সাইদুল ইসলামের বাড়িতে ওই শাশুড়ি (৪৫) অনশন করেন। সাইদুল উপজেলার কালিয়া ইউনিয়নের বড়চওনা-কুতুবপুর কলেজ মোড় এলাকার আবুল কারীর ছেলে।

স্থানীয়রা ঘটনার বর্ণনায় জানান, সাইদুলের প্রথম বিয়ের উকিল শ্বশুর হন ওই ইউনিয়নের শাপলাপাড়া গ্রামের ডাবলু মিয়া। এরই সুবাদে সাইদুল তার উকিল শ্বশুর ডাবলুর বাড়িতে নিয়মিত যাওয়া-আসা করতো। একপর্যায়ে ডাবলু মিয়ার স্ত্রীর (উকিল শাশুড়ি) সাথে সাইদুলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে দৈহিক সম্পর্কও গড়ে তুলে সাইদুল। পরে তাকে বিয়ের কথা বলা হলে নানা টালবাহানা করে। উপায় না পেয়ে ওই শাশুড়ি বিয়ের দাবিতে উকিল মেয়ের জামাইয়ের বাড়িতে অনশন শুরু করে। এ নিয়ে বেশ কয়েকটি জাতীয় দৈনিকের অনলাইনে সংবাদও প্রকাশিত হয়।

স্থানীয় ইউপি সদস্য মজিবুর রহমান ফকির বলেন, উকিল শাশুড়ির সাথে সাইদুলের পরকীয়া সম্পর্ক থাকায় প্রথম স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। সাইদুলের সাথে ওই উকিল শাশুড়ি আপত্তিকর অবস্থায় স্থানীয়দের কাছে ধরাও খেয়েছিলো। পরে বিয়ের দাবিতে ওই নারী উকিল জামাইয়ের বাড়িতে অনশন করে। অনশনের কিছুদিন পরে সাইদুল তার উকিল শাশুড়িকে জেলা আদালতে ৮ লাখ টাকা কাবিনে বিয়ে করে।

এসএএস/এএমএস

এই বিভাগের আরও খবর