chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় দৃষ্টান্তমুলক শাস্তির দাবী ফটোজার্নালিস্টের

নিজস্ব প্রতিবেদক : মুক্তিযোদ্ধাদের মানববন্ধন  কর্মসূচীতে পেশাগত দায়িত্বপালন কালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে চট্টগ্রামের সাংবাদিকদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ফটোর্জানালিষ্ট এসোসিয়েশন

সোমবার (২৪ আগস্ট) বাংলাদেশ ফটোজার্নালিষ্ট এসোসিয়েশনের চট্টগ্রামের সভাপতি  ও সাধারণ সম্পাদক  মোস্তাফিজুর রহমান এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানান।

চট্টগ্রামে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় দৃষ্টান্তমুলক শাস্তির দাবী ফটোর্জানালিস্টের

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আজ সকাল ১০টা থেকে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের শান্তিপূর্ণ মানববন্ধন চলাকালে একদল সন্ত্রাসী মানববন্ধন কর্মসূচীতে হামলা চালায় এ সময় পেশাগতকাজে নিয়োজিত সাংবাদিকদের উপরও তারা হামলা করে।

হামলায় শিকার হয় চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, জনকন্ঠের ফটোসাংবাদিক সাইদুল আজাদ, দৈনিক নয়াদিগন্তের ফটোসাংবাদিক আখতার হোসাইন, দৈনিক পূর্বদেশের ফটোসাংবাদিক এম হায়দার আলী, জয় নিউজের ফটোসাংবাদিক বাচ্ছু বড়ুয়া, দৈনিক সাঙ্গুর ফটোসাংবাদিক জাহাঙ্গীর আলম এবং চ্যানেল আইয়ের ক্যামরাপার্সন নবাবসহ আরো বেশ কজন সাংবাদিক আহত হয়।

এ সময় তারা সাংবাদিকদের ক্যামরা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। পরে পুলিশের  ধাওয়া খেয়ে তারা পালিয়ে যায়।

এ ঘটনার সুষ্টু তদন্তপূর্বক দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি জানিয়েছেন তারা।

এসএএস/চখ

এই বিভাগের আরও খবর