chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

‘ট্রিপল আর’থেকে সরলেন আলিয়া

বিনোদন ডেস্ক : বাহুবলি সিনেমাখ্যাত পরিচালক এস এস রাজামৌলি।এবার জুনিয়র এনটিআর ও রাম চরণকে নিয়ে ট্রিপল আর সিনেমা নির্মাণ করছেন তিনি।

এদিকে ট্রিপল আর সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট তবে গুঞ্জন উঠেছে, সিনেমাটি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন এই অভিনেত্রী।

‘রুদ্রম রণম রুধিরাম’ বা ‘ট্রিপল আর’ এ নায়িকা চরিত্রে আলিয়া ভাটের অভিনয়ের কথা ছিলো। কিন্তু বর্তমানে এ ছবি থেকে অভিনেত্রী সরে দাড়িঁয়েছেন বলে খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম।

করোনার কারণে দীর্ঘদিন ছবির শুটিং বন্ধ থাকায় শিডিউল জটিলতায় পড়েছেন আলিয়া ভাট। তাই ‘ট্রিপল আর’ সিনেমা থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এ ছবিতে অভিনেতা রাম চরণের বিপরীতে প্রাথমিকভাবে প্রিয়াঙ্কা চোপড়াকে নেয়ার পরিকল্পনা করেছেন ‘বাহুবলি’ সিনেমার পরিচালক রাজামৌলি। যদিও এ ব্যাপারে প্রিয়াঙ্কা এখনো সম্মতি দেননি। এর আগে ‘জাঞ্জির’ (তেলেগু ভাষায় তুফান) সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেন রাম চরণ ও প্রিয়াঙ্কা।

অন্যদিকে ‘ট্রিপল আর’ সিনেমায় জুনিয়র এনটিআর-এর বিপরীতে ব্রিটিশ অভিনেত্রী অলিভিয়া মরিসকে দেখা যাবে। এছাড়া সিনেমাটিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অজয় দেবগন। পাশাপাশি আছেন রে স্টেভেনসন, অ্যালিসন ডুডির মতো হলিউড তারকারা।

কামারাস ভীমা ও আলুরি সীতারামা রাজু নামের দুই বীর যোদ্ধাকে নিয়ে ‘ট্রিপল আর’ সিনেমার গল্প। আগামী মাস থেকে পুনরায় সিনেমাটির শুটিং শুরুর কথা রয়েছে।