chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

অস্তিত্ব হুমকিতে কর্ণফুলী

দখলদারদের পেটে যেতে যেতে কর্ণফুলীর অস্তিত্বই হুমকির মুখে পড়েছে। কর্ণফুলী নদীর চর দখলে নিয়ে উচ্চ আদালতের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তৈরি করা হয়েছে অনেক বসতঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান।

কর্ণফুলী নদীর দখল শুধু নদীকেই ঝুঁকিতে ফেলেনি, গত দেড় দশকে কয়েক হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে ব্যবসায়ীদের। বিশেষ করে জোয়ারের পানির পাশাপাশি বৃষ্টির পানি নামার পথ বন্ধ হয়ে যাওয়ায় নগরীতে যেমন জলাবদ্ধতার বৃদ্ধি পেয়েছে, বৃষ্টি ও জোয়ারের পানিতে সহজেই ডুবে যায় চাক্তাই-খাতুনগঞ্জের ব্যবসা প্রতিষ্ঠান এবং গুদামগুলো। এ অবস্থা চলমান উচ্ছেদ অভিযান আরো জোরদারের আহবান বিশেষজ্ঞদের।

নগরীর শাহ আমানত সেতু থেকে ফিরিঙ্গী বাজার হয়ে বারিক বিল্ডিং বাংলা বাজার ঘাট পর্যন্ত ১০ কিলোমিটার এ পথে গড়ে উঠেছে হাজার হাজার স্থাপনা। যার অধিকাংশই করা হয়েছে কর্ণফুলী নদীর চর দখল করে। ছবিটি চাক্তাই ভেড়া মার্কেট বীজ থেকে তোলা। ছবি: এম ফয়সাল এলাহী

এই বিভাগের আরও খবর