chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মুক্তিযোদ্ধাদের মানববন্ধনে সাংসদ অনুসারীর হামলা, আটক ৩

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে মুক্তিযোদ্ধাদের মানববন্ধনে হামলা চালিয়েছে চট্টগ্রাম-১৬ আাসনের (বাঁশখালী) সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরীর অনুসারীরা। এসময় মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাকসহ ৬ জন আহত হয়েছে।

মুক্তিযোদ্ধাদের মানববন্ধনে সাংসদ অনুসারীর হামলা, আটক ৩

সোমবার (২৪ আগস্ট) সকাল ১১ টার দিকে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে এ ঘটনা ঘটে।

মুক্তিযোদ্ধাদের মানববন্ধনে সাংসদ অনুসারীর হামলা, আটক ৩

নির্ধারিত কর্মসূচি অনুযায়ী প্রেসক্লাব চত্বরে বঙ্গবন্ধু  হত্যার প্রথম প্রতিবাদকারী শহিদ মৌলভী সৈয়দের বড় ভাই  বীর মুক্তিযোদ্ধা ডা. আলী আশরাফকে গার্ড অব অনার না দেওয়া এবং বাঁশখালীর এমপি কর্তৃক প্রাণনাশের হুমকির প্রতিবাদে  মানববন্ধন করছিল মুক্তিযোদ্ধারা। মানববন্ধনে  মুক্তিযোদ্ধাদের ৫ টি সংগঠন অংশ নেয়। এসময় বাঁশখালীর পৌর মেয়র সেলিমুল হক চৌধুরীর নের্তৃত্বে ৩০-৩৫ জনের একটি গ্রুপ মিছিল সহকারে এসে বয়স্ক মুক্তিযোদ্ধাদের উপর লাঠিসোটা নিয়ে হামলা করে।

মুক্তিযোদ্ধাদের মানববন্ধনে সাংসদ অনুসারীর হামলা, আটক ৩

এ সময় গুরতর আহত হন মৌলভী সৈয়দের ভাতিজা জহির উদ্দিন মুহাম্মদ বাবর, মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, সাবেক ছাত্রনেতা আবু সাদাত সায়েমসহ মোট ছয় জন । পরে সাংসদ মোস্তাফিজুর রহমানের অনুসারী ৩ হামলাকারীকে আটক করে পুলিশ।

কামরুল/চখ

এই বিভাগের আরও খবর